গর্ভধারণের পূর্বে কোমর ব্যথার চিকিৎসার প্রয়োজনীয়তা
সপ্তাহে দুইদিন আমি ইমারজেন্সি পেশেন্ট দেখি। বাকি দিনগুলোতে দেখা হয় রেগুলার রুগী। ইমারজেন্সি রুগী দেখার দিন রাবিয়া ইসলাম নামের একজন পেশেন্ট আমার কাছে আসেন। তার সমস্যা হলো কোমর ব্যথা। তবে তার কোমর ব্যথার কোনো কারণ বলতে পারলেননা। এমনকি তিনি কোনো আঘাতও পাননি। অথচ গত এক বছর ধরে কোমর ব্যথায় ভুগছেন।
অবজারভেশন করে দেখলাম উনার হাইট বা উচ্চতা একটু বেশি আছে। হয়তো হাইট বেশি থাকার কারণে উনার পশ্চার বা অঙ্গভঙ্গি যথাযথ হতোনা যার ফলেকোমর ব্যথা হচ্ছে। উনি যে সকল পরীক্ষা-নিরীক্ষা করেছেন সেই সকল ডকুমেন্ট দেখলাম। দেখলাম, কোমরের এক্সরে ভালই স্বাভাবিক আছে। কিন্তু যেটা পেলাম সেটা হলো ওনার রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ নয় এর নিচে অর্থাৎ রক্তস্বল্পতা বা এনিমিয়া আছে। তখনই জিজ্ঞাসা করলাম উনি প্রেগন্যান্ট কিনা। উনার ঠিক আগের পেশেন্টা প্রেগনেন্সি জনিত কোমর ব্যথা নিয়ে এসেছে। কিন্তু উনি বললেন প্রেগনেন্ট না। এরপর যা বললেল সেটাই ছিল কোমর ব্যথার আসল কারণ।
উনাদের বিয়ে হয়েছে চার বছর আগে। কিন্তু উনাদের কোন বেবি হয়নি। গত এক বছর ধরে বেবি কনসিভ এর জন্য ট্রাই করছেন। কিন্তু উনারা কোন গাইনোকলোজিস্টের পরামর্শ নেন নি।
এখন কথা হল যেহেতু উনার রক্তের হিমোগ্লোবিনের পরিমাণ কম আছে সে ক্ষেত্রে শরীর এমনিতেই দুর্বল থাকে। তার মধ্যে বেবি কনসিভ এর জন্য প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছেন। ঘনঘন সহবাসের কারণে কোমরের মাংসপেশিতে প্রচণ্ড চাপ পড়ায় কোমরের মাংসপেশিগুলো দুর্বল হয়ে যাচ্ছে। যার ফলে প্রতিনিয়ত কোমর ব্যথা থেকেই যাচ্ছে।
এরপর শুরু করলাম কাউন্সেলিং। বললাম কোমর ব্যথা ভালো না হওয়া পর্যন্ত কোনভাবে বেবি কনসিভ এর জন্য আর চেষ্টা করা যাবে না। যদি করেন তাহলে হয়তো কোনটাই উপকার পাবেন না। না কোমর ব্যথা ভালো হবে, না বেবি কনসিভ করতে পারবেন। পেশেন্ট রাজি হলেন এবং এরপর চলে গেলাম পরবর্তী কোমর ব্যথার ফিজিওথেরাপি চিকিৎসায়।
এখন কথা হলো আপনাদের যাদের প্রচন্ড কোমর ব্যথা আছে সেই কোমর ব্যথা নিয়ে কি আপনারা বেবি কনসিভ এর জন্য চেষ্টা করবেন কিনা?
অনেকেই দেখা যায় মহিলাদের এই সমস্যাকে একদম ইগনোর করে যান। তাদের উদ্দেশ্যে বলবো, বেবি কনসিভ করার জন্য একজন মাকে আগে প্রস্তুত হতে হবে। কেননা কোমর ব্যথা নিয়ে একজন মহিলা যদি বেবি কনসিভ এর জন্য চেষ্টা করতে থাকে সেক্ষেত্রে হয়তো সহবাসে অনীহা আসতে পারে। আবার পরিপক্ক ডিম্বাণু নাও আসতে পারে। যেটা বেবি কনসিভ না করার কারণ হতে পারে।
তাই কোমর ব্যথা আগে ভালো করুন তারপর বেবি কনসিভ এর জন্য চেষ্টা করুন। কেননা আল্লাহর অশেষ রহমতে বেবি কনসিভ করলে, প্রেগনেন্সিতে কোমর ব্যথা এমনিতেই দ্বিগুণ হয়ে যাবে। তাই অন্যান্য সমস্যার পাশাপাশি কোমর ব্যথার সমস্যা থাকলে আগে সেটাকে নিরাময় করুন।
ভাল থাকুন সুস্থ থাকুন। কোমর ব্যথায় ফিজিওথেরাপি চিকিৎসা নিন।
পারভিন আক্তার
ফিজিওথেরাপি চিকিৎসক
সিআরপি, সাভার।
Disclaimer: এই ইনফরমেশন গুলোর উদ্দেশ্য হলো স্বাস্থ্য সচেতনতা বাড়ানো। তবে কোনো ভাবেই চিকিৎসার বিকল্প নয়। জানুন বুঝুন এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিন। আমাদের লেখায় যদি কোনো তথ্যগত ভুল বা বিভ্রান্তি থাকে তাহলে আমাদের ইনফর্ম করে ইম্প্রোভ করার সুযোগ করে দিন। যোগাযোগ: [email protected]
Share your comment :