সামাজিক বাস্তবতা
ভাবি- ইনায়ার গায়ের রং টা দিন দিন জামি ভাই এর মত হয়ে যাচ্ছে না? জন্মের সময় কি যে ফর্সা ছিল!!
আমি- ভাবি, জামির গায়ের রং সুন্দর না?
ভাবি- তা তো সুন্দর ই। চিন্তা কইরেন না, বড় হয়ে নিজের যত্ন নিতে শিখলে তখন গায়ের রং আর একটু ফুটবে।
আমি আমার মন কে প্রশ্ন করলাম: আমার নাড়ি ছেড়া ধন ২ মাস বয়সী ইনায়ার গায়ের রং কি তার প্রতি আমার ভালোবাসা কমিয়ে দেবে?
মেয়ে তার বাবার মত দেখতে, সেটা কি দোষের কিছু?
আমরা White American দের Racist বলি, সত্যি বলতে, Racism কি আমাদের মধ্যে নেই? একটা সন্তান পৃথিবীতে আসার আগেই মা কে বলা হয়-
‘বেশী করে আপেল খাও, তাহলে বাচ্চা ফর্সা হবে’
জীবনে আপেল মুখে ও না দেয়া মহিলা সেইদিন থেকে আপেল খেয়ে পেট ভরাইতে থাকে।
জন্মের পর মুখ দেখে তখন শুরু হয় মহৎ আলোচনা!
‘এই বলনা ও দেখতে কার মত হয়েছে?’
বিয়ের সময় মেয়ে খুঁজতে প্রায়োরিটি পায় ফর্সা মেয়েটা ই। তারা বলে-
‘আমরা একটা সুন্দর মেয়ে খুঁজতেছি!’
সেখানেই প্রশ্ন জাগে- সুন্দর মানেই কি ফর্সা?
তখন অদ্ভুত মায়াবি শ্যমলা রং এর মেয়েটা বিয়ের বাজারে নিজেকে তুলে ধরে ১ ইঞ্চির প্রসাধনী মেখে।
দায়ী কিন্তু আমরাই!!
আমি প্রায় কিছু Black American দেখি যাদের smooth skin এবং মায়াবি চোখ আমার ভিতরে jealousy create করে।
কামালা হ্যরিস এর শেতাঙ্গ বর্ণ তাঁকে বিশ্ব পরিচালনা থেকে বঞ্চিত করতে পারেনি। তাহলে কেন এটা এত আলোচনার বিষয়?
আমি বিশ্বাস করি, কর্মের উপর। আল্লাহ্ যাকে ইচ্ছা সুন্দর বানাতে পারেন, আবার যাকে ইচ্ছা অসুন্দর। কিন্তু কর্ম টা আমাদের নিজেদের। এটা দিয়েই একজন কে প্রকৃতরুপে judge করা উচিৎ।
Disclaimer: এই ইনফরমেশন গুলোর উদ্দেশ্য হলো স্বাস্থ্য সচেতনতা বাড়ানো। তবে কোনো ভাবেই চিকিৎসার বিকল্প নয়। জানুন বুঝুন এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিন। আমাদের লেখায় যদি কোনো তথ্যগত ভুল বা বিভ্রান্তি থাকে তাহলে আমাদের ইনফর্ম করে ইম্প্রোভ করার সুযোগ করে দিন। যোগাযোগ: [email protected]
Share your comment :