Health information to empower every pregnant woman speaking Bengali

সিজারিয়ান সেকশনের পরের জটিলতা

সিজারিয়ান সেকশনের পরের জটিলতা

আমেরিকান প্রেগনেন্সি এসোসিয়েশনের মতে, সিজারিয়ান সেকশন এর পরে কিছু কিছু জটিলতা তৈরি হতে পারে। তার মধ্যে উল্লেখযোগ্য হলো,
• ইনফেকশন: অপারেশনের জায়গায় ঘা হতে পারে যেটা সবচেয়ে বেশি মহিলাদের দেখা যায়।
• রক্তপাতের পরিমাণ বেড়ে যাওয়া : বেশি পরিমাণে রক্তপাত হওয়ার কারণে অনেকের ক্ষেত্রে রক্তশূন্যতা দেখা দিতে পারে অপারেশনের পর।
• মূত্রথলিতে ইনজুরি হওয়ার প্রবণতা
• Scar বা ক্ষতচিহ্ন অর্থাৎ ঘা শুকানোর পর মাংসপেশিগুলো স্বাভাবিকভাবে না লেগে এলোমেলোভাবে জোড়া লাগা।


এখন দেখা যায় একজন মা অপারেশনের জন্য বা ডেলিভারির কথা চিন্তা করে নিকটবর্তী হসপিটালের কাছাকাছি থাকে। যেটা কিনা বেশিরভাগই চেষ্টা করেন ঢাকায় থাকার জন্য। কিন্তু যারা ঢাকায় একা থাকেন অর্থাৎ একক ফ্যামিলিতে থাকেন তারা ডেলিভারির পর শিশুর লালন পালনের জন্য গ্রামের বাড়িতে বা আত্মীয়স্বজনের কাছে চলে যাওয়ার একটা পরিকল্পনা রাখেন।


কিন্তু মনে রাখতে হবে উপরোক্ত লক্ষণগুলো সিজারিয়ান সেকশন এর ৭ থেকে ১৫ দিনের মধ্যে দেখা দেওয়ার সম্ভাবনা থাকে। তাই আগে থেকেই আপনার পরিবারের মধ্য থেকে অন্তত কাউকে ঢাকায় এনে রাখুন যাতে আপনি ওই সময়গুলো অন্তত ডক্টর চেকআপ করতে পারেন।


অনেকেরই জটিলতা থাকতে পারে হয়তো পরিবার-পরিজন সময় দেওয়ার মতো কেউ নাও থাকতে পারে। মনে রাখবেন ডেলিভারি শেষ হয়ে যাওয়া মানে সবকিছু শেষ হয়ে যাওয়া নয় কারণ এই জটিলতাগুলো কম বেশী সকলের ক্ষেত্রেই দেখা যায়।দুঃখজনক হলেও সত্য এই যে, কুলখানি বা বিয়ের দাওয়াতে চার পাঁচ দিন আগে থেকেই বাড়িতে মেহমান এসে থাকে কিন্তু স্বাস্থ্যবিষয়ক এই ধরনের জটিলতায় কাউকে পাশে পাওয়া যায় না। তাই ডেলিভারির পূর্ব প্রস্তুতি হিসেবে রক্তদাতা, হসপিটালে মা ও বাচ্চার দেখাশোনা করবে এমন কাউকে আগে থেকেই ঠিক করে রাখা। ডেলিভারির পর মায়ের জটিলতা কেটে যাওয়ার পরেই হসপিটাল এর কাছাকাছি জায়গা অর্থাৎ আপনার ডাক্তারের চেকআপ কমপ্লিট হওয়ার পরই অন্যত্র চলে যাওয়ার চিন্তাভাবনা করা উচিত।
মনে রাখবেন একজন সুস্থ মাই পারে সন্তানকে সুস্থ ভাবে লালন পালন করতে।
Parvin Akter
Gynecological & Musculoskeletal Physiotherapist
CRP, Savar

Disclaimer: এই ইনফরমেশন গুলোর উদ্দেশ্য হলো স্বাস্থ্য সচেতনতা বাড়ানো। তবে কোনো ভাবেই চিকিৎসার বিকল্প নয়। জানুন বুঝুন এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিন। আমাদের লেখায় যদি কোনো তথ্যগত ভুল বা বিভ্রান্তি থাকে তাহলে আমাদের ইনফর্ম করে ইম্প্রোভ করার সুযোগ করে দিন। যোগাযোগ: safedeliveryrights@gmail.com

Share your comment :