Health information to empower every pregnant woman speaking Bengali

About Us


Our Mission

The mission of Safe Delivery Rights is to promote the health of pregnant women speaking Bengali across the world. In this regard, our website with cutting-edge health content and a Facebook group of over 10 thousand members are thriving in helping women by providing health advice, sharing health information, and sharing the experience of group members. Our goal is to aware and enrich the mothers’ knowledge about maternal health and enable them to attend meaningful discussions during their doctors’ visits.

Safe Delivery Rights হলো একটি অলাভজনক হেলথ অর্গানাইজেশন। যার উদ্দেশ্য হলো মানুষকে বিশ্বাসযোগ্য হেলথ ইনফরমেশন দেয়া। এই ওয়েবসাইটের সকল কনটেন্ট ডেভেলপমেন্টের সাথে জড়িত রয়েছেন হেলথ প্রফেশনালরা। আমাদের হেলথ ইনফরমেশনগুলো বিশ্বের সবচেয়ে ভালো এবং নির্ভরযোগ্য সূত্র থেকে নেয়া। শুধু তাই নয় এই কনটেন্টগুলো বিশেষজ্ঞ হেলথ প্রফেপ্রফেশনালদারা ভেরিফাইড করে পাবলিশ করা হচ্ছে।  আমাদের উদ্দেশ্য হলো প্রতিটি গর্ভবতী মা যেন তাদের স্বাস্থ্যের বিষয়ে সচেতন হতে পারে এবং তাদের স্বাস্থ্যের বিষয়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারে।

Leadership

The mission of Safe Delivery Rights is to promote the health of pregnant women speaking Bengali across the world. In this regard, our website with cutting-edge health content and a Facebook group of over 10 thousand members are thriving in helping women by providing health advice, sharing health information, and sharing the experience of group members. Our goal is to aware and enrich the mothers’ knowledge about maternal health and enable them to attend meaningful discussions during their doctors’ visits.

Safe Delivery Rights হলো একটি অলাভজনক হেলথ অর্গানাইজেশন। যার উদ্দেশ্য হলো মানুষকে বিশ্বাসযোগ্য হেলথ ইনফরমেশন দেয়া। এই ওয়েবসাইটের সকল কনটেন্ট ডেভেলপমেন্টের সাথে জড়িত রয়েছেন হেলথ প্রফেশনালরা। আমাদের হেলথ ইনফরমেশনগুলো বিশ্বের সবচেয়ে ভালো এবং নির্ভরযোগ্য সূত্র থেকে নেয়া। শুধু তাই নয় এই কনটেন্টগুলো বিশেষজ্ঞ হেলথ প্রফেপ্রফেশনালদারা ভেরিফাইড করে পাবলিশ করা হচ্ছে।  আমাদের উদ্দেশ্য হলো প্রতিটি গর্ভবতী মা যেন তাদের স্বাস্থ্যের বিষয়ে সচেতন হতে পারে এবং তাদের স্বাস্থ্যের বিষয়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারে।

Mr. Jamal, who is the founder of Safe Delivery Rights, leads the team. Mr. Jamal specializes in health communication and got training at Howard University in the USA. He sees the dream of promoting maternal health following the preventive health approach and reducing the unnecessary cesarean rate among women speaking Bengali across the globe.

Jamal Uddin

Founder

Rabeya Sultana

Co-Founder

আমরা স্বামী-স্ত্রী দুইজনই (ফাউন্ডার এবং কে-ফাউন্ডার) হেলথ প্রফেশনাল। পেশায় আমি একজন মাতৃ স্বাস্থ্য বিষয়ক গবেষক। আমার গবেষণার উদ্দেশ্য হলো preventive health কে promote করা। অর্থ্যাৎ মানুষকে স্বাস্থ্যের বিষয়ে সচেতন করা যাতে তারা স্বাস্থ্যকে বুঝে  প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারে। আমরা স্ত্রী রাবেয়া সুলতানা পেশায় একজন ফিজিক্যাল থেরাপিস্ট। এখন  পড়ছেন মাতৃ-স্বাস্থ্য নিয়ে। যার ধ্যান জ্ঞান হলো গর্ভবতী মায়েদের সহযোগিতা করা। আমাদের উদ্দেশ্য হলো প্রতিটি গর্ভবতী মা যেন তাদের স্বাস্থ্যের বিষয়ে সচেতন হতে পারে এবং তাদের স্বাস্থ্যের বিষয়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারে।

Sanjida Khan 

Adviser, Health

চিকিৎসা শুধু একটা পেশা নয় বরং একটি সেবা। যার মাধ্যমে হালাল রুজি ছাড়াও অনেক মানুষের ভালোবাসা এবং দোয়া সহজেই পাওয়া যায়, যদি একজন ডাক্তার সেবার মানসিকতা নিয়ে হাস্যউজ্বল ভাবে তার রুগীর সেবা দেন। এমনি একজন চিকিৎসক হলেন Dr Sanjida Khan । যিনি খুব অল্প বয়েসেই এফ, সি, পি, এস পাস করেন এবং বিশেষ প্রশিক্ষণ নিয়েছেন VBAC এর উপর অর্থ্যাৎ যারা দ্বিতীয় সন্তান নরমাল নিতে চান প্রথম সন্তান সি-সেক্শনের মাধ্যমে হলেও।

Dr. Sanjida এনাম মেডিকেল কলেজ এন্ড হসপিটালের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ছিলেন। বর্তমানে কর্মরত আছেন আশুলিয়ার নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রে। এটি একটি নন-প্রফিট পিলানথ্রোপিক অর্গানাইজেশন। যার উদ্দেশ্য হলো অল্প আয়ের মানুষদের সেবা প্রদান করা। বিশেষ করে ওই অঞ্চলের গার্মেন্টস শ্রমিকদের। এই হসপিটালে নরমাল ডেলিভারির হার ৬০% এরও বেশি। এই প্রতিষ্ঠানটি বিশ্বাস করে ‘অপ্রয়োজনে একটি সিজার ও নয়’। আমরাও বিশ্বাস করি নরমাল ডেলিভারিই আমাদের কাম্য, অপ্রয়োজনীয় সিজার নয়।

Lincoln Mahmud

Adviser, IT

লিংকন মাহমুদ একজন তরুণ সফটওয়্যার ইঞ্জিনিয়ার।  পড়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ওয়েব প্রোগ্রামিংয়ের জনপ্রিয় ল্যাঙ্গুয়েজ পিএইচপি এর সার্টিফিকেশন জেন্ড এর বাংলাদেশের ৯৯তম সার্টিফাইড ইঞ্জিনিয়ার। বর্তমানে হেড অব ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত আছেন ইনফো স্টেশন কোম্পানিতে। নিজের প্রতিনিয়ত কাজের পাশাপাশি গণ মানুষের উপকারে আসে এমন কাজ করতে পছন্দ করেন। তার এই গুণাবলী আমাদের Safe Delivery Rights কে এগিয়ে নিতে সাহায্য করবে।